spot_imgspot_img
spot_imgspot_img

খেরসনের হাসপাতালে উড়লো ইউক্রেনের পতাকা

spot_img

দীর্ঘদিন পর খেরসনে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করতে দেখা গেছে। মিলিটরি ল্যান্ড ডট নেট শীর্ষক এক টুইটার অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনারা খেরসনের ভিসোকোপিলিয়া এলাকায় একটি হাসপাতালের ছাদে ইউক্রেনের পতাকা উত্তোলন করেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

- Advertisement -

মিলিটরি ল্যান্ড ডট নেট শীর্ষক টুইটার অ্যাকাউন্টটিতে মূলত ইউক্রেনের সামরিক বাহিনী সংক্রান্ত বিভিন্ন পোস্ট করা হয়।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর দিকেই দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর খেরসনের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। সম্প্রতি এই শহরটি এবং পুরো খেরসন অঞ্চল পুনর্দখলে ব্যাপক অভিযান শুরু করে কিয়েভ। এই অভিযান রুশ সেনাদের চরম চাপের মধ্যে ফেলেছে বলেও দাবি তাদের। তবে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি বিশেষ ফোর্সের কর্মকর্তা তারাস বেরেজোভেটস আল জাজিরাকে জানিয়েছেন, পাল্টা আক্রমণ চালিয়ে পুরো খেরসন শহর পুনরুদ্ধারে তাদের কয়েক মাসের মতো সময় লেগে যেতে পারে।

তারাস বেরেজোভেটস আল জাজিরাকে বলেন, ‘আমি আমাদের আক্রমণভাগকে কার্যকর হিসেবে চিহ্নিত করবো।  আমাদের সশস্ত্র বাহিনী প্রথমে আমাদের সেনাদের জীবন এবং আমাদের বেসামরিক নাগরিকদের জীবন নিয়ে চিন্তা করে। কোনও গুরুতর ঝুঁকি থাকলে আমরা আর সামনে অগ্রসর হচ্ছি না।’

তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী কেবল খেরসন অঞ্চলই নয়, বরং দখলকৃত সব অঞ্চল মুক্ত করতে যাচ্ছে। এটা করতে কত সময় লাগবে সেটি কোনও বিবেচ্য বিষয় নয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ