spot_imgspot_img
spot_imgspot_img

বজ্রপাতে নির্মাণশ্রমিকের মৃত্যু

spot_img

বরিশালের হিজলায় বজ্রপাতে তারিকুল ইসলাম (২১) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাও দাখিল মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

তারিকুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামের মইনুদ্দিন পেদার ছেলে। তিনি ছয়গাও দাখিল মাদরাসায় নির্মাণ কাজে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় মাদরাসার একটি স্থাপনা নির্মাণের কাজ করছিলেন তরিকুল ইসলাম। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, সুরাতহাল শেষে সন্ধ্যায় তরিকুল ইসলামের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ