spot_imgspot_img
spot_imgspot_img

অবৈধ প্রবেশের অভিযোগে সুন্দরবনে ১৮ ট্রলারসহ ৫৫ জেলে আটক

spot_img

পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় অবৈধ প্রবেশের অভিযোগে ১৮টি মাছ ধরা ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা।

- Advertisement -

রোববার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে মামলা করবে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য শরণখোলা রেঞ্জ কর্মকর্তা কটকা অভয়ারণ্য এলাকায় যান। সেখানে কটকার কাদেরের খালে অবৈধভাবে প্রবেশ করা ১৮টি মাছ ধরার ট্রলার দেখতে পান। পরে অভিযান চালিয়ে ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাদিক মাহমুদ জানান, আটক ট্রলারের মধ্যে ১০টি গত শুক্র ও শনিবার সাগরে ইলিশ আহরণের জন্য দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ি থেকে পারমিট নেয়। গত রাতে সাগর উত্তাল হওয়ায় তারা কটকার ওই খালে আশ্রয় নেয়। ট্রলারগুলোর মধ্যে ১০টিতে ইলিশ ধরার জাল ও আটটিতে ক্ষুদ্র ফাঁসের জাল পাওয়া গেছে। আটক জেলেদের বাড়ি শরণখোলা উপজেলার রাজাপুর ও পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইস এলাকায়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ