spot_imgspot_img
spot_imgspot_img

পতেঙ্গায় অজ্ঞাতপরিচয় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার ৬

spot_img

চট্টগ্রামের পতেঙ্গায় রোববার ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

- Advertisement -

পুলিশ বলছে, একটি রক্তমাখা শার্টের সূত্র ধরে হত্যাকাণ্ডের মূলহোতা মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।  পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছয়জন ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

সোমবার (৫ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর। তিনি বলেন, আসামিরা হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ঘটনার দিন ভোরে রক্তমাখা শার্ট পরিহিত অবস্থায় আলমগীর নামের একজনকে দেখার কথা জানায়। একপর্যায়ে রোববার (৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। তার কাছ থেকে রক্তমাখা ওই শার্ট মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, আলমগীরের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত তানভীর হোসেন, জাহিদ হোসেন, আলী আকবর, মো. নাসির ও মনির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায় , ঘটনার রাতে পতেঙ্গা খেজুরতলা উপকূলের বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করতে আলমগীরের নেতৃত্বে ছয়জন অংশ নেয়। টাকা পয়সা আছে ভেবে তারা অজ্ঞাতপরিচয় ব্যক্তির পথ আটকায়। কিন্তু তার কাছে কিছুই ছিল না। একপর্যায়ে  ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত পরিচয় লোককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ