সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন সুরেশ রায়না

মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একই দিন অবসর নিয়েছিলেন সুরেশ রায়না। ২০২০ সালের ১৫ আগস্ট সেই দিনটি ছিল ভারতের স্বাধীনতা দিবস। আর আজ দুই বছর পর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা নিলেন রায়না।

- Advertisement -

সামাজিক মাধ্যমে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রায়না। তিনি লিখেছেন, ‘দেশ ও আমার রাজ্য উত্তর প্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা খুবই সম্মানের বিষয়। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ জানাতে চাই ভারতীয় ক্রিকেট বোর্ড, উত্তর প্রদেশ ক্রিকেট সংস্থা, চেন্নাই সুপার কিংস, রাজীব শুক্লাকে। আমার ওপর সমর্থন ও বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই সব সমর্থকদের।’

ভারতীয় ব্যাটার রায়নার এই অবসর নেওয়া মূলত ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও ঘরোয়া লিগ থেকে। কেননা, এসব লিগে খেলার কারণে অন্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না তিনি। তাই এসব লিগ থেকে অবসর নিয়ে এখন তিনি বিশ্বের বিভিন্ন লিগ ও চ্যারিটি টুর্নামেন্টে খেলতে পারবেন। ইতিমধ্যে রোড সেফটি সিরিজে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সবকিছু মিলিয়ে তিনি বলেছেন, ‘আরও দুই তিন বছর ক্রিকেট খেলা চালিয়ে যেতে চাই। অবসর নিয়েছি যেন তরুণ ও উদীয়মান ক্রিকেটাররা উত্তর প্রদেশের হয়ে খেলার সুযোগ পায়। আমি ইতিমধ্যে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়েছি। রোড সেফটি সিরিজে খেলব। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ যেমন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আরব আমিরাত থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব লিগে খেলব কি না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিইনি।’

রায়না শেষ আইপিএলে সুযোগ না পাওয়ার পর থেকে বিসিসিআইকে বলে আসছিলেন, যেন বিদেশের লিগগুলোতে তাঁকে খেলার সুযোগ দেওয়া হয়। কিন্তু বিসিসিআই এ বিষয়ে কোনো সমাধান দেয়নি। তাই শেষ পর্যন্ত নিজের সমাধান নিজেই বের করলেন। আজ ভারতের ক্রিকেটাঙ্গন থেকে অবসর নিয়ে নিলেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

সর্বশেষ