ভারত যেভাবেই অভ্যর্থনা দিক তাতে সরকারের সম্মানহানি হয় না

অনির্বাচিত সরকার প্রধানকে ভারত সরকার যেভাবেই অভ্যর্থনা দিক তাতে তাদের সম্মানহানি হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

মঙ্গলবার সকালে নবগঠিত সেচ্ছাসেবক দলের নেতাদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল দাবি করেন, জনগণের সমর্থন নেই বলেই ভারতের সঙ্গে সন্মানজনক দর কষাকষি করে দেশের স্বার্থ উদ্ধার করতে পারে না সরকার।

তিনি বলেন, এর আগে যতবার প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন, সেখান থেকে দেশের জন্য কিছু নিয়ে আসতে পারেননি। সরকার নির্বাচিত নয় বলেই ভারতের কাছ থেকে জনগণের স্বার্থে কিছু আদায় করতে পারে না।

প্রধানমন্ত্রী আবারও আগামীতে ক্ষমতায় থাকতে ভারতের সমর্থন চাইতে পারেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ