পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাভার মডেল থানায় দায়ের করা মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ তিনজনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
জামিনপ্রাপ্ত অপর দুইজন হলেন, সাভার মডেল থানা বিএনপির সেক্রেটারি গোলাম মোস্তফা ও সাভার পৌর বিএনপির সেক্রেটারি মো. বদিউজ্জামান বদির।
তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রবিউল আলম সৈকত ও অ্যাডভোকেট কামরুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।
এর আগে গত ৩১ আগস্ট দুপুরে সাভারে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটে। এসময় বিএনপির প্রায় ২০ নেতাকর্মী আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। ওই ঘটনার পরদিন গত ১ সেপ্টেম্বর বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করে পুলিশ সাভার মডেল থানায় মামলা করে। সেই মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি সহ তিনজন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।