ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ নিহত হয়েছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার সময় স্টেশন প্লাটফর্মের পশ্চিম পাশে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি এক্সপ্রেসের নিচে পড়ে মারা যান তিনি। তার পরনে একটি লুঙ্গী ও গায়ে সাদা রঙের টি-শার্ট ছিল।

স্থানীয়দের ধারণা, ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।

মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, ঘটনার সময় অন্ধকার থাকায় সে ট্রেনে উঠতে অথবা নামতে গিয়ে পড়ে কাটা পড়তে পারে। ট্রেন ছেড়ে যাওয়াার পর দেখা যায় ওই বৃদ্ধের শরীর কয়েক খন্ড হয়ে পড়ে আছে। বিষয়টি যশোর রেল পুলিশকে জানানো হয়েছে।

সর্বশেষ