বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভোরে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানে এ গুলিবিনিময় হয়।তবে এলাকাটি দুর্গম, তাই গুলিবিনিময়ে কেউ হতাহত হয়েছেন কি না, জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর ৪টার দিকে পাইন্দু ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের দুর্গম এলাকায় ঘণ্টাব্যাপী গুলির শব্দ শোনা যায়। এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার লোকজন।
পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মংছো মার্মা বলেন, এলাকাবাসীর মাধ্যমে রাতে গুলিবিনিময় হয়েছে বলে শুনেছি। স্থানীয় লোকজনের মাধ্যমে আমরা বিস্তারিত খবর নিচ্ছি। তবে কোন কোন গ্রুপের মধ্যে এ গুলিবিনিময় হয়েছে, তা এখনো জানা যায়নি।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের খবর শুনেছি। ঘটনাস্থলে সকালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় খবর পেতে দেরি হচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশের টিম ফিরে এলে বিস্তারিত জানা যাবে।