মেহেরপুরঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগােবিন্দপুর ধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের হামলায় মিরাজ শরীফ নামের ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আহত হয়েছেন।
বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় মাঠে হামলার ঘটনা ঘটে।
আহত মিরাজ শরীফকে চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আহত মিরাজ একই ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান,গত ৫ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বিদ্যালয়ের একটি ক্লাশে শিক্ষার্থীদের গণিত শিখাচ্ছিলেন। শেখানাের সময় কয়েকজন শিক্ষার্থী গণিত বুঝতে পারছিলােনা। এ কারণে প্রধান শিক্ষক হাবিবুর রহমান তাদের মারধর করেন। মারধরের খবর পেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা ছুটে আসেন বিদ্যালয়ে। পরিস্থিতি বেগতিক দেখে প্রধান শিক্ষক অফিসিয়াল কাজের অজুহাতে ছটকে পড়েন। পরে বিষয়টি নিয়ে অভিভাবকরা সহকারি শিক্ষক মিরাজ শরীফকে নালিশ দেন। শিক্ষক মিরাজ অভিভাবকদের কাছে বিনয়ী আচরণে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেন। বিনয়ী আচরণ করায় প্রধান শিক্ষক হাবিবুর রহমান মিরাজের উপর ক্ষিপ্ত হয়েছিলেন।
এনিয়ে বুধবার সকালে প্রধান শিক্ষক হাবিবুর রহমান মিরাজকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মিরাজ প্রতিবাদ স্বরে কথা বললে,প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার আত্মীয়-স্বজনদের ডেকে এনে মিরাজকে পিটিয়ে আহত করেন।
এদিকে, প্রধান শিক্ষকের বিচার চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের বরাবর একটি অভিযােগ করেছেন আহত শিক্ষক মিরাজ শরীফ।
গাংনী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাজাহান রেজা জানান,বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে,ব্যবস্থা গ্রহণ করা হবে।