দিনাজপুর সদরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
- Advertisement -
বুধবার রাতে দাইনুর সীমান্তের হরিপুর তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনার আস্করপুর ইউনিয়নের খানপুর স্কুলের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, গতরাত রাত ১০টার দিকে দুই থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আজ সকালে সীমানা পিলারের কাছে তেলিয়াপাড়া এলাকায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। নিহত মিনার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের খানপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
গতরাতের ঘটনায় আরো একজন নিখোঁজ বলে দাবি স্থানীয়দের।
এদিকে, সীমান্ত এলাকায় ধানক্ষেতের কাছে নিহতের মরদেহ এখনো পড়ে আছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মরদেহ ফেরত আনতে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে আবেদন জানিয়েছে বিজিবি।