ডিজি পদে পদোন্নতি পেলেন দুদকের তিন পরিচালক

মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। একই সঙ্গে পরিচালক পদে ছয় জন ও উপ-পরিচালক পদে আটজনকে পদোন্নতি দেয়া হয়েছে।

- Advertisement -

আজ বৃহস্পতিবার দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নতুন তিন মহাপরিচালক হলেন, মো. আক্তার হোসেন, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন।

দুদক সূত্রে জানা গিয়েছে, নতুন এ তিনজনকে নিয়ে দুদকের মহাপরিচালক পদে আছেন আটজন। মহাপরিচালক পদে পদোন্নতি পাওয়া মো. আক্তার হোসেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক ছিলেন। অন্য দুজন মীর মো. জয়নুল আবেদীন দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও বিশারদ এবং গোয়েন্দা ইউনিট) ও সৈয়দ ইকবাল হোসেন পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) ছিলেন। তারা প্রায় ২৭ বছর ধরে দুদকের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

পদোন্নতি পাওয়া ছয় পরিচালক হলেন, এস এম সাহিদুর রহমান, মো. লুৎফর রহমান, মির্জা জাহিদুল আলম, মো. ফরিদ আহমেদ পাটওয়ারী, ঋত্বিক সাহা ও মোহাম্মদ মোশারফ হোসেইন মৃধা। এত দিন তারা দুদকে উপ-পরিচালক পদে ছিলেন।

সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন, মো. শহীদুল আলম সরকার, মো. এ কে এম বজলুর রশীদ, সৈয়দ আতাউল কবীর, মো. শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী ও এ, কে, এম ফজলে হোসেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মশিউর রহমান বণিক বার্তাকে বলেন, এ কর্মকর্তাদের পদোন্নতিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন অত্যন্ত আনন্দিত। আমরা  দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তাদের নেতৃত্বে দুদক আরো এগিয়ে যাবে।

সর্বশেষ