রাজধানীর মোহাম্মদপুরে বখাটেদের মারপিটে যুবকের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে বখাটেদের মারপিটে আহত বাবু কুশা (৩০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মারামারির ঘটনাটি ঘটে।

নিহতের ভাতিজা ফয়জ উল্লাহ ও সহকর্মী রডমিস্ত্রি ইয়াসিন হোসেন জানান, বুধবার দুপুরে ঢাকা উদ্যান সংলগ্ন তুরাগ নদীর পাড়ে নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. সাগর (২২) ও তছলিম (২০) ঘুরতে বের হয়। সেখানে বখাটে কয়েকজন যুবক সাগর ও তছলিমকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। সে সময় দৌড়ে এসে মারামারি ঠেকাতে গেলে বখাটেরা বাবু কুশার তলপেটে লাথি মারলে সে অচেতন হয়ে পড়ে।

পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় বুধবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া যায়। আজ বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে তাকে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক বিকাল চারটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত বাবু কুশা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ঝিটকা গ্রামের মৃত শরবত আলী কুশার ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে বড়। এক সন্তানের জনক ছিলেন তিনি। তার পরিবার থাকে গ্রামের বাড়িতে।

বর্তমানে মোহাম্মদপুর থানাধীন ৫ নং রোড, সি-ব্লক, ঢাকা উদ্যান এলাকার নির্মাণাধীন ভবনেই থাকতেন।

সর্বশেষ