টস জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

ফাইনালের আগে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায় টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান। এ ম্যাচে বাবর আজম বিশ্রামে রেখেছেন দলের দুই সেরা ক্রিকেটার নাসিম শাহ ও শাদাব খানকে। তাদের বদলে একাদশে সুযোগ পেয়েছেন হাসান আলি ও উসমান কাদির।

- Advertisement -

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় লঙ্কানদের মোকাবিলায় মাঠে নামবে বাবর বাহিনী।

সুপার ফোরে আফগানিস্তান ও ভারতকে বিদায় করে আগেই ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। এই ম্যাচ তাই রোববারের শিরোপা লড়াইয়ের আগে নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ।

রান খরায় ভুগতে থাকা বাবর আজমও কাজে লাগাতে পারেন এই সুযোগ। সাথে রিজওয়ানের ফর্ম মেন ইন গ্রিনদের ভরসার জায়গা।

তবে টানা দুই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারেন কুশাল, চ্যারিথ ও ভানুকা। বোলিংয়ে স্পটলাইটে থাকবে থিকশানা ও মাধুশাঙ্কা।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে জমজমাট লড়াই উপহার দিয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কা। যদিও দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে, দল দুইটির চার ম্যাচের মধ্যে তিনটিরই ফলাফল নির্ধারিত হয়েছে শেষ ওভারে এসে।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, হায়দার আলি, উসমান কাদির, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশাল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোধ মাদুশান ও দিলশান মাদুশাঙ্কা।

সর্বশেষ