দেশে ভোজ্যতেলের দাম আগামী এক থেকে দেড় মাসের মধ্যো কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম ৯০ ডলারের নিচে নেমে এসেছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে।
এর আগে ডলারের দাম বেশির কারণে বিশ্ব বাজারে দাম কমানোর সুবিধা নিতে পারেনি বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে তেলসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে। কিন্তু ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় আমরা সেই সুবিধা কাজে লাগাতে পারছি না। তবে অচিরেই ডলারের দাম সেটেল্ড হবে। আমরা শিগগিরই ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে অন্তত তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নেবো। ডলারের দাম পুরোপুরি সেটেল্ড হয়ে আসলে সব পণ্যের দাম অনেকটাই কমে আসবে।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি।
টিপু মুনশি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজে বাংলাদেশকে আরও কাছে পাওয়ার আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশ ভারতের অন্যতম প্রধান অংশীদার।