প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতেও ক্ষমতায় টিকে থাকতে ভারত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ভারত থেকে কিছুই আনতে পারেননি বলেও মন্তব্য করেন ফখরুল।
শনিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ইতি প্রকাশনের উদ্যোগে ‘রাজনীতি পূর্ব পাকিস্তান ও বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ বলে মন্তব্য করেছেন সরকারের একজন মন্ত্রী। এই সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। কিন্তু এভাবে মামলা করে, গুলি করে মানুষকে থামানো যাবে না। সংগ্রামের মাধ্যমে এই অবস্থার পরিবর্তন করবে মানুষ।
বিএনপিও ভারতের সঙ্গে সু-সম্পর্ক চায় উল্লেখ করে তিনি বলেন, দেশের এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকার দায়ী। তারা দেশে লুটপাটের অর্থনীতির রাজত্ব কায়েম করেছে। অবৈধভাবে ক্ষমতায় আছে তারা। এখন সত্য কথা বলাও অপরাধ হয়ে দাঁড়িয়েছে!
একাত্তরের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করেছি। কিন্তু আমরা দল-মত নির্বিশেষে স্থিতিশীল রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম, প্রফেসর এবিএম ওবায়দুল ইসলাম প্রমুখ।