‘নির্বাচন কমিশনকে জনগণের আস্থা অর্জন করতে হবে’

নির্বাচন কমিশনকে আগে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

- Advertisement -

দলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা (স্বপ্নসিঁড়ি) প্রকাশ উপলক্ষে শুক্রবার সুপ্রিম কোর্ট বার ভবনের হলরুমে ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা: সংকট ও সমাধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, স্বাধীন ও স্থায়ী নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে, কিন্তু এতদিনে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠেনি। নানান অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে দেশের প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দিচ্ছে। দেশে একটি স্বাধীন ও স্থায়ী নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের জন্য ‘নির্বাচন কমিশন আইন’-এর খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ কংগ্রেস। এই আইন বাস্তবায়িত হলে দেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল’র মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র সংগঠন প্রধান আবু লায়েস মুন্না, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, এবি পার্টি’র সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ গণঅধিকার পরিষদ’র সদস্য সচিব নুরুল হক নুর ও বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি হয় এমন কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া উচিত হবে না নির্বাচন কমিশনের। তারা যে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়ে নির্বাচন পরিচালনা করবেন সেটা তাদের কথা ও কর্মের মাধ্যমে প্রমাণ করতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

সর্বশেষ