চট্টগ্রাম মহানগরী সদরঘাট এলাকা থেকে এক হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পশ্চিম মাদারবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর চরজব্বর থানার থানারহাট গ্রামের মৃত শফি আলমের ছেলে আকবর হোসেন (২৩), একই থানার আলআমীন সমাজ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে সোহাগ (২৪) ও বাগেরহাটের রামপালের ঝনঝনিয়া গ্রামের মৃত আসলাম শেখের ছেলে আহাদ শেখ (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো (উত্তর) চান্দগাঁও সার্কেলের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মণ্ডল বলেন, পশ্চিম মাদারবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ৯৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
গ্রেপ্তারদের শনিবার বিকেলে সদরঘাট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান অধিদপ্তরের এ কর্মকর্তা।