ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি: ২৩ সহ-সভাপতি, ৮২ যুগ্ম সম্পাদক

২৩ জনকে সহ-সভাপতি ও ৮২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্যের ঢাউস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিরও অনুমোদন দেয়া হয়েছে।

- Advertisement -

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ ইকবাল খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক পদে আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সংসদ।

পূর্ণাঙ্গ কমিটির সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ৬২ জনকে, সহ-সাংগঠনিক সম্পাদক ৩৮ জন, সম্পাদক মণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।

সর্বশেষ