২৩ জনকে সহ-সভাপতি ও ৮২ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩০২ সদস্যের ঢাউস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটিরও অনুমোদন দেয়া হয়েছে।
রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে চলতি বছরের ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
পাঁচ সদস্যের আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ ইকবাল খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক পদে আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়াকে বেছে নিয়েছিল কেন্দ্রীয় সংসদ।
পূর্ণাঙ্গ কমিটির সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ৬২ জনকে, সহ-সাংগঠনিক সম্পাদক ৩৮ জন, সম্পাদক মণ্ডলীর সদস্য ৭৩ জন এবং সাধারণ সদস্য করা হয়েছে ১৯ জনকে।