রাজধানীর হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো.ফজলুল হক জানান, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল জানতে পারে যে, একদল কারবারি হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ সড়ক এলাকায় মাদকের বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর দলটি সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর হাজারীবাগের ঝাউচর বেড়িবাঁধ সড়কে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্য ইমরান হোসেন সাচ্চু (২৯), মোস্তাক আহম্মদ (৩৬), মো. লিটন (২৯) ও কামাল মিয়াকে (৩১) আটক করে।
তল্লাশি করে তাদের কাছে থাকা বিভিন্ন কার্টন ও প্লাস্টিকের বস্তার ভেতরে অভিনব পন্থায় লুকানো ৩৭৭ বোতল ফেনসিডিল ও সাত কেজি গাঁজা জব্দ করা হয়। আটকদের কাছ থেকে মাদক বিক্রিতে ব্যবহৃত পাঁচটি মোবাইল এবং মাদক বিক্রির নগদ ২৩ হাজার জব্দ টাকা উদ্ধার করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিনব পন্থায় নিত্য-নতুন কৌশল অবলম্বন করে তারা অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে স্বল্প মূল্যে ফেনসিডিল ও গাঁজা কিনে রাজধানীসহ আশেপাশের জেলায় চড়া দামে বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।