পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে প্রবল স্রোতে দু’টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন চারজন।

- Advertisement -

আজ রোববার সকালে নগরীর সাতবাড়িয়া এলাকার মিজানের মোড় বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ চারজনের মধ্যে মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন- নগরীর মিজানের মোড় এলাকার বাসিন্দা মো. সাদেক আলী, একই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম নজু,  নগরীর ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী। তাদের উদ্ধার ছাড়াই আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাজশাহীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার একেএম লতিফুল বারি। তিনি বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে তাদের কাছে নৌকাডুবির খবর আসে। ৭টা ৫৫ মিনিটে রওনা হন উদ্ধার কর্মীরা। ৯টা ২০ মিনিটে চার জন ডুবুরি উদ্ধার অভিযান শুরু করেন। ভাটির প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে নৌকায় তল্লাশি চালানো হয়। কিন্তু তাদের সন্ধান মেলেনি।পদ্মায় প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অভিযান স্থগিত রেখে দমকল কর্মীরা ফিরে আসেন।

তিনি বলেন, পদ্মার ওপার থেকে মিজানের মোড় বালুর ঘাটে আসছিল খড় বোঝাই নৌকাটি। তাতে ২০ জন আরোহী ছিলেন। প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে ষোলো আরোহী সাঁতরে পাড়ে ফিরলেও চারজন তলিয়ে যান।

এদিকে, উদ্ধার অভিযান চলাকালে একই এলাকায় তিনজন আরোহী নিয়ে ডুবে যায় ঘাস বোঝায় আরেকি নৌকা। ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করেন

সর্বশেষ