নোয়াখালীর হাতিয়া উপজেলায় আজ ৩ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
- Advertisement -
আজ রোববার বিকালে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযানকালে এসব ডিজেল জব্দ করা হয়।
ডিজেল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়ায় বাংলাদেশ কোস্টগার্ড- দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। ওই সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের করতে পেয়ে তেল চোরাই কারবারিরা পালিয়ে যায়।
তিনি জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ডিজেল হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।