spot_imgspot_img
spot_imgspot_img

একদিনে ৩৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

spot_img

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

- Advertisement -

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১২৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ১২১ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৮ হাজার ৭৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগী ৭  হাজার ৭১ জন, আর ঢাকার বাইরে ১ হাজার ৬৭৯ জন।

অন্যদিকে, ছাড়প্রাপ্ত রোগী ছিল ৭ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ১৬৫ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪২৪ জন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ