spot_imgspot_img
spot_imgspot_img

মিয়ানমারের চিন রাজ্যে বিদ্রোহীদের সাথে সংঘর্ষে ৮৫ সেনা নিহত

spot_img

মিয়ানমারের চিন রাজ্যে বিদ্রোহী দলের সাথে সংঘর্ষে অন্তত ৮৫ জান্তা সেনা নিহত হয়েছে। গত চারদিনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে এই। সোমবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

জান্তা সেনাদের বোমাবর্ষণে ৮ বছরের শিশু নিহত হয়েছে। ধ্বংস হয়েছে একশ’র বেশি বাড়িঘর ও অবকাঠামো।

ইরাবতি বলছে, মিয়ানমারের ৩ শতাধিত সেনা গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মোবিয়া শহরে অভিযান চালানোর চেষ্টা করলে স্থানীয় রাজনৈতিক দল কারেন্নি ন্যাশনাল প্রোগ্রেসিভ পার্টির সশস্ত্র শাখা কারেন্নি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স (কেএনডিএফ), কারেন্নি আর্মি (কেএ) এবং পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যরা তাদের ওপর আক্রমণ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

বিদ্রোহী দলগুলোর তথ্য মতে, মোবিয়া শহরে সরকার সমর্থিত সেনারা অভিযান চালাতে গেলে বাধা দেয় স্থানীয় নৃগোষ্ঠী সংগঠনগুলো। গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলে হামলা পাল্টা হামলা। এতে বিদ্রোহীদের দুই সদস্য নিহত সহ আহত হয়েছে ৫০ জন।

এ সংঘর্ষে বিমান ও আর্টিলারি হামলা চালায় জান্তা সেনারা। ৫ হাজারের বেশি বাসিন্দা ঘর বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ