রবিবার, ১০ নভেম্বর ২০২৪
spot_img

কোটা সংস্কার নিয়ে আজ সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

বুধবার,১১এপ্রিল,২০১৮

প্রিয় সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনকারীদের আন্দোলন যেন কোটা সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কোটা সংস্কার নিয়ে আজ জাতীয় সংসদে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডি-৩ প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনকারীদের কোনো ধরনের অপপ্রচারে কান না দেয়ার আহ্বান জানান।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সংসদের বক্তব্যে যারা বিভ্রান্ত সৃষ্টি করেছে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সরকার যেকোনো স্পর্শকাতর বিষয়ে দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব জ্ঞানহীন বলা থেকে বিরত থাকুন।

সর্বশেষ