রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের একটি বাসা থেকে ৭২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছে তিনটি পিস্তল ও ১১১ রাউন্ড গুলি পাওয়া গেছে। গ্রিলকাটা চোরচক্রের কাছে তিনটি অস্ত্র থাকা, একটু অবাকই করে দিয়েছে পুলিশকে।
গ্রেপ্তাররা হলেন, মো. সোহেল, ইলিয়াচ শেখ, মো. ফরহাদ ও আনোয়ারুল ইসলাম ওরফে আনোয়ার। পিস্তল ও গুলি ছাড়াও তিন ভরি চোরাই স্বর্ণের গহনা ও ৮৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। সোমবার রাজধানীর কলাবাগান ও আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
এ ঘটনায় মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ২০ আগস্ট রাতে কলাবাগানের লেক সার্কাস ডলফিন গলির একটি বাড়ির দ্বিতীয় তলায় গ্রিল কেটে ঢুকে ৭২ ভরি স্বর্ণের গহনা ও নগদ এক লাখ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্র।
এ ঘটনায় ভুক্তভোগী কলাবাগান থানায় অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে নেমে এই চোরচক্রে সোহেল, ইলিয়াচ ও ফরহাদের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এরপরই ডলফিন গলি থেকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানান, আদাবর থানার নবোদয় হাউজিং বাজারের স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুলের কাছে চোরাই স্বর্ণ বিক্রি করেন তারা। এরপর তাকে গ্রেপ্তার করা হয় নবোদয় হাউজিং বাজার থেকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চোরচক্র ভ্যানে ডাব-সবজি বিক্রেতা সেজে বিভিন্ন এলাকার ফাঁকা বাড়ি টার্গেট করত চুরি করার উদ্দেশে। এরপর সুযোগ বুঝে গ্রিল কেটে বাসায় ঢুকত। চুরিতে বাধা পেলে পিস্তল দেখিয়ে গুলি করার ভয় দেখান তারা।