এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়ার আহ্বান ডিএমপির

কয়েক দিনের টানা বৃষ্টিতে ও সড়কের বিভিন্ন স্থানে খোড়াখুড়ির কারণে পানি জমে রাজধানীতে ধীরগতিতে যানবাহন চলছে। এ অবস্থায় আগামীকাল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

- Advertisement -

বুধবার দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, গত কয়েকদিনের বৃষ্টি ও খোড়াখুড়ির কারণে বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন বেশ ধীরগতিতে চলাচল করছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় নিয়ে রওনা দেওয়ার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

সর্বশেষ