নবাবগঞ্জে ইয়াবা-গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

ঢাকার নবাবগঞ্জে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার টাকাসহ মনির কশাই নামে এক মাদক বিক্রতাকে আটক করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতিলঝাপ বাজার থেকে তাকে আটক করা হয়।

পরে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে মাদক আইনে মামলা দিয়ে আাদালতে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক মনির ওই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, মনির কশাই দীর্ঘদিন ধরেই এ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাকে মাদক বিক্রির সময় হাতনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, তার সঙ্গে থাকা মাদক বিক্রির ২০ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মনিরকে মাদক আইনে মামলা দিয়ে তিন দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ