ঢাকার নবাবগঞ্জে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২০ হাজার টাকাসহ মনির কশাই নামে এক মাদক বিক্রতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাতিলঝাপ বাজার থেকে তাকে আটক করা হয়।
পরে বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে মাদক আইনে মামলা দিয়ে আাদালতে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মনির ওই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, মনির কশাই দীর্ঘদিন ধরেই এ এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে তাকে মাদক বিক্রির সময় হাতনাতে ধরা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, তার সঙ্গে থাকা মাদক বিক্রির ২০ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মনিরকে মাদক আইনে মামলা দিয়ে তিন দিনের রিমান্ড চেয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।