spot_imgspot_img
spot_imgspot_img

ইন্দোনেশিয়ায় ১০০ শিশুর মৃত্যু : সব কাশির সিরাপে নিষেধাজ্ঞা

spot_img

ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক সময়ে ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় সব ধরনের কাশির সিরাপের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির ওষুধ প্রশাসন।

- Advertisement -

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, গাম্বিয়ায় কাশির সিরাপ পান করে ৭০ শিশুর মৃত্যুর এক সপ্তাহের মধ্যে এ সিদ্ধান্ত নিলো ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা পরীক্ষা করে দেখেছে বেশ কিছু কাশির সিরাপে কিডনি নষ্ট হওয়ার মারাত্মক উপাদান রয়েছে।

তবে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এই ওষুধগুলো রফতানি করা নাকি স্থানীয়ভাবে তৈরি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরা পুরো দেশ জুড়ে মারাত্মক কিডনি রোগে আক্রান্ত ২০০ শিশুর খোঁজ পেয়েছে। যাদের বয়স অন্তত পাঁচ বছরের নিচে।

এ মাসের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কাশির সিরাপে গাম্বিয়ায় ৭০ শিশুমৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে সতর্কতা জারি করে। হু জানিয়েছিল, ভারতের তৈরি ওই কাশির সিরাপে কিডনি নষ্ট হওয়ার মারাত্মক উপাদান ছিল।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, একই উপাদান (ডাইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল) স্থানীয় কাশির সিরাপে পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বুদি গুনাদি সাদিকিন জানান, কিডনি রোগে আক্রান্ত শিশুদের মধ্যে অনেকেই এই উপাদান দ্বারা তৈরি কাশির সিরাপ গ্রহণ করেছে। তবে তিনি এর সংখ্যা সম্পর্কে কোনো তথ্য দেননি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ