- Advertisement -
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার মামলায় বিএনপি চেয়ার পারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দিয়েছিলেন তা বহাল রেখেছে আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের দেয়ার রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল দেন আজ সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।