‘ইয়াবাসহ’ ধরা পড়ে কারাগারে দিদার বলী

 

- Advertisement -

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলী খেলায় ১৩ বারের চ্যাম্পিয়ন দিদার বলী মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ময়মনসিংহের কারাগারে আছেন।

রোববার রাত সাড়ে ৯টার দিকে দিদার বলীর ছবি দেখে তাকে আটকের খবর নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুখলেছুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ময়মনসিংহ শহরের স্টেশন রোড এলাকা থেকে মাদকবিরোধী অভিযানকালে দিদারুল আলম ওরফে দিদার বলীকে (৩৫) আটক করে গোয়েন্দা পুলিশ। তবে আটকের পর এই দিদার যে চট্টগ্রামে জব্বারের বলী খেলার দিদার তা তিনি চিনতে পারেননি। পরে তাকে সনাক্ত করা হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, দিদার বলীকে আটকের সময় তার সঙ্গে ছিলেন মো. ইসমাইল (২০), মো. শওকত হোসাইন (২২) ও মো. আবদুল আজিজ (২৫)। আটকের সময় তাদের চারজনের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো-গ ২৮-১৩৯৪) আটক করা হয়। গত শুক্রবার দুপুরে চারজনকে আদালতে চালান করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রামে জব্বারের বলী খেলায় সামছু বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হন দিদার। এরপর তিনি অবসরে যান।

সর্বশেষ