মো.মুক্তার হোসেন বাবু :: চট্টগ্রাম মহানগরের কালুরঘাটে পুলিশের কাছ থেকে হামলা চালিয়ে ২ ‘মাদক কারবারিকে’ ছিনিয়ে নেয়ার সময় হিজড়াদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশও আহত হয়েছেন। গত শনিবার রাতে নগরীর কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুই পুলিশও আহত হয়েছেন বলে জানান নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান।
হিজড়ারা এক যোগে ফাঁড়িতে হামলা চালালে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে আহত নাজমা নামে এক এক হিজড়ার মৃত্যু হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান। তিনি জানান, ঘটনাস্থলে আসা তার অন্য সঙ্গীরা লাশ নিয়ে গেছেন।
এর আগে উপ কমিশনার মোখলেসুর জানান, সন্ধ্যায় কালুরঘাট এলাকা থেকে দেলোয়ার ও হানিফ নামে দুই মাদক কারবারিকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তাদের সহযোগী অপরাপর মাদক কারবারিরা কিছু হিজড়াকে জড়ো করে কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়।
উপ-কমিশনার জানান, পুলিশের ওপর চালানো হামলায় দুই পুলিশ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। ছিনিয়ে নেওয়া মাদক কারবারি ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, হানিফের বোন তৃতীয় লিঙ্গের। তার নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় বেশ কিছু হিজড়া কালুরঘাট আরাকান সড়ক অবরোধ করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস শেষে বাড়ি ফেরার পথে নগরীর পাশ্ববর্তী উপজেলা বোয়ালখালীর লোকজন সমস্যায় পড়ে। এ ঘটনায় কালুরঘাট সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়, লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায় বলে স্থানীয়রা জানান।