শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

নেশার টাকা না পেয়ে মা-খালা ও ছোটভাইকে কুপিয়ে হত্যা

 

- Advertisement -

নেশার টাকা না পেয়ে পাবনার বেড়া উপজেলার সোনাপদ্মা (চারা বটতলা নামক স্থানে) গ্রামে তুহিন (১৮) এক নেশাসক্ত যুবক তার মা, খালা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে। বুধবার ভোর রাতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মিঠু ওরফে মিঠু ডাকাতের ছেলে ও পার্শ্ববর্তী ভারেঙ্গা একাডেমির ১০ম শ্রেণির ছাত্র। সে ছয় মাস আগে সহপাঠী রুনা খাতুনকে বিয়ে করেছিল।

নিহতরা হলেন- মা বুলবুলি খাতুন (৫০), খালা মরিয়াম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার (১১)।

স্থানীয়রা ঘাতকের স্ত্রী রুনা (১৮) এর বরাত দিয়ে জানায়, সে নেশা করার জন্য তার মায়ের কাছে টাকা চায়। তিনি টাকা দিতে অস্বীকার করলে তাকে সে গরু জবাই করা ছুরি দিয়ে কোপায়। এ সময় তার খালা ও ছোট ভাই এগিয়ে আসলে তাদেরকেও সে উপুর্যপরি কোপায়। এতে তিনজনই ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনার পর ঘাতক তুহিন বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার স্ত্রী গ্রামের লোকজন ও নতুন ভারেঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলম খানের কাছে জানায়। পরে খবর দিলে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ।

বেড়া থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ সুপার জিহাদুল কবির ও তিনি ঘটনাস্থলে রয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি।

সর্বশেষ