আই. আই. ইউ. সির অ্যাওয়ারনেস রেলীতে নবগঠিত ফার্মাক্লাবের স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা

প্রিয় সংবাদ বিডি ডেস্ক:: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ক্যাম্পাসে অ্যাওয়ারনেস ২০২৩ শীর্ষক এক রেলি গত ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে নবগঠিত ফার্মাক্লাব (স্প্রীং-২২) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য -সচেতনতার বার্তা তুলে ধরে। এছাড়াও এই অনুষ্ঠানের ফার্মাক্লাবের মূল প্রতিপাদ্য বিষয় ছিল- “From healthcare to research, your pharmacy at your service.” ধূমপানের ক্ষতিকারক দিকসমূহ, চিকিৎসকের ব্যাবস্থাপত্র ব্যাতীত এন্টিবায়োটিক ব্যাবহার না করা, এন্টিবায়োটিক রেসিস্টেন্স এর কারণসমূহ, মাদকের ভয়াবহতা তুলে ধরা হয়।

- Advertisement -

উক্ত র্যালিতে ফার্মেসী বিভাগের সম্মানিত চেয়ারম্যান কাজী আশফাক আহমেদ চৌধুরী বলেন- এই সচেতনতা র্যালির মাধ্যমে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত হবে। ফার্মাক্লাবের সভাপতি ড.মোহাম্মদ হযরত আলী দেশ তথা জাতীয় স্বার্থে ঔষুধের সুপ্রয়োগ এবং তার যথাযথ ব্যাবহার নিশ্চিতকরণের ভূমিকা আলোকপাত করেন।  এছাড়াও জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন সম্মানিত শিক্ষক মোহাম্মদ আশরাফ উদ্দীন চৌধুরী (সহ-সভাপতি),  মোহাম্মদ নাজমুল ইসলাম (কোষাধ্যক্ষ),  শাহেদুল ইসলাম আনান (সাধারণ সম্পাদক), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার কাদের,তৈয়বুল ইসলাম ও প্রমুখ।

সর্বশেষ