- Advertisement -
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টায় বাসযোগে কর্মস্থলে যাওয়ার সময় ওই বাংলাদেশিরা এ দুর্ঘটনার কবলে পড়েন। এতে আরও অন্তত ১৫ জনের মতো আহত হয়েছেন।
রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ওই বাংলাদেশিদের বহনকারী বাসের চাকা ফেটে গেলে গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেদ্দা কনস্যুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল (কাউন্সেলর-লেবার উইং) মো. আমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমাদের কনস্যুলেটের কর্মকর্তারা সৌদির ট্রাফিক বিভাগে গেছেন।