প্রিয় সংবাদ বিডি ডেস্ক :: চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি এম এ রাজ্জাক এর শ্রদ্ধেয় পিতা জনাব হাজী মোহাম্মদ ইসহাক গতরাত নয়টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল আশি বছর। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। ইসহাক সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেল ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল।
তিনি বলেন, জনাব হাজী ইসহাক সাহেবের মৃত্যুতে আমি খুবই ব্যথিত ও মর্মাহত। তিনি খুবই ধর্মপরায়ন ও ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা একজন গুনান্বিত আপনজন হারিয়েছেন। তিনি সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে খুবই আন্তরিক ভূমিকা পালন করেছেন। তাঁর চার ছেলে ও তিন মেয়েকে তিনি সুসন্তান হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মীর হেলাল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।