প্রিয় সংবাদ বিডি ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ভাগ্য গড়তে ক্ষমতায় এসেছি। তাই যখন কেউ মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না।
শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তাতে তারা সফল হয়নি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছি বলেই এত দ্রুত গোপালগঞ্জ, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া আসতে পারছি। দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অত্মমর্যাদা নিয়েই চলে। আমাদের অপবাদ দিলে আমরা তা মানব না। তাই জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাই সতর্ক থাকবেন। নিজেদের সন্তান যেন মাদক বা জঙ্গিবাদে সম্পৃক্ত না হয়।
প্রধানমন্ত্রী এ সময় কমিউনিটি ক্লিনিক, মাতৃসদন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মানুষকে বিনা পয়সায় ৩০ প্রকার ওষুধ দেওয়া, ভূমিহীনদের ঘর করে দেওয়াসহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, আমাদের কৃষক কষ্ট করে চাষবাস করেন। বর্গাচাষি যারা, তারা কখনো ব্যাংকে ঋণ পেতেন না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বর্গাচাষিরা বিনা জামানতে কৃষি ব্যাংকের ঋণ যাতে নিতে পারেন, সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। কৃষকের উপকরণ কার্ড আমরা দিচ্ছি। পাশাপাশি ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে ভর্তুকির টাকা সরাসরি পাওয়ার ব্যবস্থা করেছি। কৃষক যাতে ন্যায্য মূল্য পান, সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। তিনি বলেন, আজ সবার হাতে মোবাইল ফোন। ডিজিটাল বাংলাদেশ শুধু মুখে বলা নয়, প্রতিটি অঞ্চলেই যাতে সবাই ইন্টারনেট সার্ভিস পায়, ব্রডব্যান্ড সার্ভিস পায়, সেই ব্যবস্থা আমারা করে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। করোনা যেমন মোকাবিলা করেছি, আজ আমরা দারিদ্র্যবিমোচনও করছি। বিএনপির আমলে যা ৪০ ভাগ ছিল, আমরা তা ২০ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনার অতিমারি ও ইউক্রেন যুদ্ধ না হতো, তাহলে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারতাম। এরপরও আমি বলব, আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে। দেশকে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার সুফল বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পৌঁছেছে। ইনশাআলাহ, আরও পৌঁছাবে।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহম্মদ, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রাকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগ নেতা এসএম হুমায়ূন কবীর, মুজিবুর রহমান হাওলাদার, কোটালীপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিয়ার রহমান হাজরা প্রমুখ। সঞ্চলনা করেন কোটালীপাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।