প্রিয়সংবাদ বিডি ডেস্ক :: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) দেশের সর্ববৃহৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্ট ভিত্তিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্লাব, সেমিনার বিষয়গুলোকে উৎসাহ দিয়ে থাকে, যাতে তারা পড়ালেখার বাইরেও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমগুলো জানে এবং মেধার বিকাশ ঘটাতে পারে। সেই সুবাদে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটি (আইআইইউসি পিএস) ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের কিছু ছবিপ্রেমী শিক্ষার্থীদের দ্বারা গঠিত হয়। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী পরিচালিত অফিশিয়াল ক্লাব যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছবি তোলার আগ্রহকে আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (আইআইইউসি পিএস) এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয় গত বছরের ডিসেম্বরে। যেখানে ২০২৩-২৪ সেশনের জন্য চতুর্থবারের জন্য নতুন একটি কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব উঠে।
২০২৩-২৪ সেশনের নতুন কমিটির জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে সদস্যপদের জন্য ছাত্রছাত্রীরা আবেদন করে। পরবর্তীতে তাদের প্রদানকৃত আলোকচিত্র এবং ফটোগ্রাফির প্রতি তাদের আগ্রহ, উৎসাহের ভিত্তিতে সর্বমোট ১৮ জন সদস্য নির্বাচিত করা হয়।
নতুন কমিটিতে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা করে পরিচালনা কমিটি নির্বাচন করা হয়। ভোট প্রদান করা হয় পূর্ববর্তী নির্বাহী কমিটির সকল সদস্যদের দ্বারা। পূর্ববর্তী ক্লাব কমিটির সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর প্রত্যক্ষ পর্যবেক্ষণে ভোট অনুষ্ঠিত হয়, যারা আমাদের ক্লাবের উপদেষ্টা হিসেবে রয়েছেন।
ভোটাধিকার বলে নির্বাচিত নতুন নির্বাহী কমিটির প্রেসিডেন্ট হয়েছেন আশফাকুর রহমান, জেনারেল সেক্রেটারি সাজিদ আল রিফাই, ট্রেজারার শাহরিয়ার রশিদ শুভ, অর্গানাইজিং হেড সায়েম মোহাম্মদ নাদিম, লজিস্টিকস্ হেড আরহাব করিম, হেড অফ মিডিয়া সায়েদ মাহমুদ, হেড অফ পাবলিক রিলেশন তাসীন হাসান, হেড অফ সেমিনার এবং ওয়ার্কশপ তাহমিদ মোবাশ্বির।
ফিমেল ইউনিটে ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আফসানা তাবাসসুম তামিশ্রা, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি নাজিবাহ্ মায়মুন, ব্র্যান্ডিং হেড তাসফিয়া ইকরা। এছাড়াও প্রত্যেক টিমে সেক্রেটারী এবং তাদের অধীনে এক্সিকিউটিভস্ রয়েছেন। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ছাত্রছাত্রী। সর্বমোট ৪২ জনের একটি নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয় ২০২৩-২৪ সেশনের জন্য।
উল্লেখ্য, বর্তমানে তারা জাতীয় পর্যায়ে ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যেকোনো শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তিতে বিচারকদের দ্বারা নির্বাচিত ছবি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী ছবি প্রদর্শিত হবে।