বঙ্গবাজারের এখনো আগুন জ্বলছে কাজ করছে ১২টি ইউনিট

রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নির্বাপণে এখনো ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন।

- Advertisement -

বুধবার দুপুর ১টায় অধিদফতরের প্রধান ফটকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মাইন উদ্দিন বলেন, এনেক্সকো টাওয়ারের পাঁচ ও ছয়তলায় গোডাউন রয়েছে। সেখানে এখনো মাঝে মাঝে আগুন দেখা যাচ্ছে। সেখানে ফায়ার সদস্যরা কাজ করছে।

গত মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তারা। প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

সর্বশেষ