প্রধানমন্ত্রী মনে হয় অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে খুলনা-গাজীপুর মার্কা নির্বাচনকে বুঝিয়েছেন। যে নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে জাল ভোটের মহৌৎসব চলে, কেন্দ্রে শুধু আওয়ামী লীগের দলীয় ক্যাডাররা থাকে, অন্য কোনো দলের এজেন্টকে পুলিশ দিয়ে গ্রেফতার করে বা তুলে নিয়ে যাওয়া হয় বা পিটিয়ে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়। নিজেদের দলীয় ক্যাডাররা লাইন ধরে নৌকায় সিল মারে, তিনি নিশ্চিই এরকম নির্বানকেই বুঝিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
শুক্রবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে আগের রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন রিজভী।
তিনি প্রশ্ন রেখে বলেন, আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক হবে, আপনি কোন আধ্যাত্মিক ক্ষমতার জোরে জানতে পারলেন যে, আপনার অধীনেই বিএনপি নির্বাচনে আসবে? আপনি তো অবাধ ও সুষ্ঠূ নির্বাচনকে লোহার সিন্দুকে আটকিয়ে রেখেছেন। আর অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে তো আপনি পুলিশের রাইফেলের নলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন।
রিজভী বলেন, আপনার (প্রধানমন্ত্রী) অধীনে জাতীয় নির্বাচন আর নেকড়ের অধীনে নিরীহ প্রাণীর নিরাপত্তা সমান কথা। বর্তমানে দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই।
শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি বা হবেও না-এমন দাবি করে রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
কারাবন্দী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াও ভোটে না যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি নেতা বলেন, খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে যেন খালেদা জিয়া বিহীন আরেকটি জাল ভোটের নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করে রাখা যায়।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সব ষড়যন্ত্রে ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন,নীলনকশার নির্বাচনের ছক জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। আবারও একটি একতরফা ভোট ডাকাতির নির্বাচন এদেশের মানুষ হতে দেবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রাখা যাবে না।
চারদিকে শেখ হাসিনার সরকারবিরোধী আওয়াজ শুরু হয়েছে দাবি করে রিজভী বলেন, বর্তমান সরকারের বিদায় অত্যাসন্ন বলেও ভবিষ্যতবাণী করেন। এসময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করারও আহ্বান জানান বিএনপি নেতা। সেই সঙ্গে হামলাকারীদের গ্রেফতার ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার তাগিদ দেন রিজভী।