পাঁচদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
- Advertisement -
শনিবার বিকেল পাঁচটায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
হঠাৎ অসুস্থ বোধ করায় গত ১২ জুন রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন।
এর আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে।