সিসিইউ’তে ভর্তি ড. মোশাররফ,হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

- Advertisement -

তিনি জানান, ‘গতকাল শুক্রবার রাতে হঠাৎ শরীর খারাপ লাগছিল স্যারের। দ্রুত এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয় উনাকে। এরপর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে এভার কেয়ার হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়।’

তিনি আরো জানান, স্যার চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। উনার ছেলে ডক্টর মারুফ খন্দকার হাসপাতালে আছেন।

ড. মোশাররফ হোসেনের পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলে জানান তিনি। এসময় অসুস্থ বিএনপি স্হায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে হাসপাতালে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বশেষ