নির্মাতা হিসেবে ইতিমধ্যেই সবার মন জয় করেছেন কাজল আরেফিন অমি। বিশেষ দিনগুলোতে বিশেষ কাজ নিয়ে দর্শকমহলে হাজির হন তিনি। আর তার সঙ্গে থাকে পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, শিমুলসহ অনেকেই। এবারও এর ব্যকিক্রম হচ্ছে না। এবার ঈদে ব্যাটারী গলির পোলাপানদের নিয়ে আসছেন অমি!
এই নির্মাতা ঢাকার এক মহল্লায় বসবাসকারী একদল মানুষের গল্প নিয়ে তৈরি করেছিলেন ‘ফিমেল’ ও ‘ফিমেল ২’ নাটকটি। যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় এবার ‘ফিমেল ৩’ প্রচার হবে ঈদে।
ব্যাটারির গলির সেই সব বাসিন্দাদের গল্পে নিয়েই ‘ফিমেল ৩’ বানিয়েছেন অমি। ইতিমধ্যেই শুটিং শেষ, চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নাটকের ১০ জন অভিনেতাকে নিয়ে সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করেন তিনি। যেখানে দেখা মিলে পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু, শিবলু, শিমুল, পাভেল, শরাফ আহমেদ জীবন ও সুমন পাটোয়ারির। আর ক্যাপশনে অমি লিখেছেন, ঈদে আসছে ব্যাটারি গলির পোলাপান!
‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই নির্মাতা বলেন, ‘সেই চরিত্রগুলো এখন কে কী করছে, কোথায় কেমন আছে, সেগুলো নিয়ে এবারের কাজটি। যে চরিত্রগুলো দর্শক দেখেছে, সেগুলোর পরের গল্পগুলো এবার তুলে ধরা হয়েছে। “ফিমেল ৩” ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে।