নগরীতে বেপরোয়া বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় দায়িত্ব পালনরত এক ট্রাফিক পুলিশ বাসে ধাক্কায় নিহত হয়েছেন।

- Advertisement -

আজ মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ট্রাফিক পুলিশের নাম মোঃ নুরুল করিম (৫৮)। সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত ট্রাফিক পুলিশ নুরুল করিমের বাড়ী টাঙ্গাইল জেলার বলে জানা গেছে।

সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, রাস্তায় ডিউটিরত থাকাকালে শহর এলাকার (১০ নং রোড) বেপরোয়া একটি বাস কনেষ্টেবল নূরুল করিমকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সর্বশেষ