মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
spot_img

চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলা ৩ দিনের রিমান্ডে আসামী ফিরোজ

জাহাঙ্গীর আলম সেজান : চট্টগ্রাম মহানগরে বহুল আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার এক আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি আদালত। গতকাল রোববার বিকেল সাড়ে তিনটায় শুনানি শেষে চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত আসামি মো. ফিরোজের
এ রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, স¤প্রতি সিএমপি’র নতুন কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে তাসফিয়া হত্যা মামলার তদন্তভার গোয়েন্দা পু্লেিশর কাছে হস্তান্তর করা হয়। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন বলেন, আশাকরি শিগগিরই তাসফিয়া হত্যা মামলার রহস্য উন্মোচন করতে পারবো। আগামিকাল ( আজ সোমবার) থেকে ফিরোজকে রিমান্ডে নেওয়া হবে বলে জানান তিনি। সাত দিনের রিমান্ড চেয়ে গোয়েন্দা পুলিশ আবেদন করলে শুনানি শেষে আদালত ফিরোজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২ মে সকালে স্থানীয়দের খবরে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের (১৬) মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পরে একই দিন সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে আটক করে। আটক আদনান মির্জা বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে। এ ঘটনায় ৩ মে তাসফিয়ার বাবা বাদী হয়ে আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে পতেঙ্গা থানায় ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অন্য আসামিরা হলেন, শওকত মিরাজ, আসিফ মিজান, ইমতিয়াজ সুলতান ইকরাম, যুবলীগ নেতা মো. ফিরোজ ও তার সহযোগী সোহায়েল ওরফে সোহেল।

সর্বশেষ