লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে অর্ধশতাধিক।
- Advertisement -
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক।
একজনের জনের লাশ মদিন উল্লাহ হাউজিংয়ে ডা: সালমা চৌধুরীর বাসার দরজায় কোপানো এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরেও বিএনপির পদযাত্রা শুরু করলে এ সংঘর্ষ হয়।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান জানিয়েছেন, ‘নিহত যুবক সজিব যুবদলের কর্মী। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে।’