ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে

 

- Advertisement -

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। আজ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচিতে একথা বলেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর আমীর মকবুল আহমদসহ সকল রাজবন্দির নি:শ্বর্ত মুক্তি ও নিরোপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটাতে হবে। কারণ এই সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতীকী অনশনের মাধ্যমে দাবি আদায় সম্ভব নয়।
বিএনপির অনশন কর্মসূচিতে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে তিন শুরা সদস্যসহ মোট ১১ জনের প্রতিনিধি দল সংহতি জানাতে আসেন।
বক্তব্য রেখে সঙ্গে সঙ্গে সভাস্থল ত্যাগ করেন তারা।

সর্বশেষ