চট্টগ্রামের বাঁশখালীতে পণ্যবাহী মিনি ট্রাকের সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কার পর ওই ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। আরও তিনজন গুরুতরভাবে দগ্ধ হয়ে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলার পিএবি প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে উপজেলার শেখরখীল ইউনিয়নের নুর হোসেন (৩০) ও বরিশাল জেলার মুলাদী উপজেলার আব্দুল লতিফ খান (৪৫) নামে নিহত দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য জনের পরিচয় মেলেনি।
আর আহতরা কক্সবাজারের নুরুল কবির (২২), ছালামত উল্লাহ (৪০) ও নুরুল আলম (২০) বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
তিনি জানান, দুপুর ২টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থাই আশংকাজনক।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ জানান, চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারের চকরিয়াগামী একটি পণ্যবাহী মিনি ট্রাক শেখরখীলের পিএবি প্রধান সড়কের শেখেরখীল রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পরে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিলে পড়ে যায়। এ সময় ট্রাকটির গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।
এতেই অগ্নিদগ্ধ হয় ছয়জন। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ৩ জনকে জীবিত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আর ঘটনাস্থল থেকে দ্বগ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।