শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫
spot_img

সরকার সব দাবি মানতে বাধ্য হবে: মওদুদ আহমদ

 

- Advertisement -

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সময় যখন আসবে তখন সরকার সব দাবি মানতে বাধ্য হবে। তিনি বলেছেন, আমরা নির্বাচনে যাবো না বলিনি। আমরা বলেছি আমাদের দাবিগুলো মানতে হবে।

একটি বহুল প্রচারিত অনলাইন পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ বলেন, সময় এলে আমাদের দাবিগুলো সরকার অবশ্যই মানবে। এখনো তো অনেক সময় আছে। সময় যখন আসবে তখন সরকার সব দাবি মানতে বাধ্য হবে। তিনি মনে করেন নির্বাচনের আগে দেশে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে যে, সরকার সমঝোতায় আসতে বাধ্য হবে।

তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, আমরা কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করবো না। একথা বলেছি, দলীয় সরকার। দলীয় সরকার থাকলে নির্বাচনে যাবো না।

সরকারবিরোধী আন্দোলনের জন্য বৃহত্তর ঐক্য করার ব্যাপারে তিনি বলেন, আমি মনে করি বৃহত্তর ঐক্য হবে। নিশ্চয়ই ঐক্য হবে। সবাই ঐক্য চায়। দেশের সব মানুষ ঐক্য চায়। ঐক্য হতেই হবে। এছাড়া এখানে জামায়াত কোনো বাধা হিসেবে কাজ করবে না বলেও জানান তিনি।

সর্বশেষ