খালেদার ব্রিটিশ আইনজীবীর দিল্লি সফর নিয়ে দুটি প্রশ্ন

 

- Advertisement -

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের ভারত সফর অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কার্লাইলের প্রস্তাবিত দিল্লি সফর হচ্ছে কি? প্রশ্নটা ক্রমশই বড় হয়ে উঠছে। কারণ, দিল্লির ফরেন করেসপন্ডেটস ক্লাব (এফসিসি) আগামী ১৩ জুলাই কার্লাইলের প্রস্তাবিত সংবাদ সম্মেলনটি বাতিল করে দিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছেন, তাঁর পক্ষে দিন বদল করা সম্ভব হলে অন্য কোনো দিন সংবাদ সম্মেলনের জন্য আয়োজন করা যেতে পারে।

এই পরিস্থিতিতে দুটি প্রশ্ন বড় হয়ে উঠছে। প্রথমত, কার্লাইল তাঁর প্রস্তাবিত দিল্লি সফর জারি রাখছেন কি না। সফর জারি থাকলে বাংলাদেশের পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করবেন কি না। করলে কোথায়? দ্বিতীয় প্রশ্ন, ভারতের পক্ষে অন্য দেশের কোনো সাংসদকে এই কারণে সফরে না আসার কথা বলা সম্ভব কি না।

এদিকে গত রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন বলেছেন, লর্ড কার্লাইলকে ভারতের ভিসা না দেওয়া হলে এটা প্রমাণিত হবে যে তাকে (খালেদা জিয়া) কারাদণ্ড দেওয়ার পেছনে ভারতীয় হাইকমিশনের ভূমিকা রয়েছে।

এ সময় রিজভী বলেন, শনিবার একটি দৈনিক পত্রিকায় দিল্লির একটি উচ্চপর্যায়ের সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে ভারতে ঢোকার অনুমতি না দিতে দিল্লিতে জোরালো সুপারিশ পাঠিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

প্রসঙ্গত, ব্রিটেনের হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল বিশিষ্ট আইনজীবী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হয়ে মামলা লড়ার জন্য বিএনপি তাঁকে নিয়োগ করেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছর জেল হয়েছে। তাঁর জামিনের আবেদনও অগ্রাহ্য হয়েছে। এই বিচার নিয়ে কারলাইল ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশ সরকারের সমালোচনা করেছেন। বাংলাদেশে যাওয়ার অনুমতি তাঁর নেই। ভারতে এসে তাই তিনি সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও বিচারব্যবস্থার ব্যাখ্যা দিতে আগ্রহী। সে সময় বাংলাদেশ থেকে বিএনপির কয়েকজন আইনজীবী নেতারও দিল্লি যাওয়ার কথা রয়েছে।

সর্বশেষ